BUZRUK SREE KUNDI COLLEGE Students Teachers
সভাপতির বাণী

    মো: সেলিম রেজা

    Chairman

    সভাপতির বাণী

    বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিকতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলী, সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশ করা।

    আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী যখন সঠিক দিকনির্দেশনা, উপযুক্ত পরিবেশ এবং মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়, তখন সে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। সেই লক্ষ্যে আমাদের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও পরিচালনা কমিটি একসঙ্গে কাজ করছে।

    আমি আশা করি, বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে এবং দেশের গুণগতমান সম্পন্ন নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    — মো: সেলিম রেজা
    সভাপতি
    বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয়