প্রতিষ্ঠান পরিচিতি
মাগুরা জেলার সদর উপজেলায়, জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মাগুরা–নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। ২০০০ সালে বুজরুক শ্রীকুন্ডী টেকনিক্যাল কলেজ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০০২ সালে সাধারণ শাখায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ চালু করে বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় নামে রূপান্তরিত হয়। ২০০৩ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন লাভ করে এবং ২০০৯ সালে স্বীকৃতি প্রাপ্ত হয়।
মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩৭৮ জন শিক্ষার্থী নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।